মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তর দায়িত্ব গ্রহনের পর ইউনিয়নের জনগনের সাথে মতবিনিময়, মিলাদ ও দোয়া পরিচালনা অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৮ জানুয়ারী বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দীন ভুইয়া, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, মুক্তাদিন ডাইংএর এম,ডি জাকির হোসেন ভুইয়া, এম এম,কে ডাইং এবং সি,এন জি ফিলিং ষ্টেশনের এম,ডি আঃ মোমেন মোল্লা। অনু্ষ্ঠান টি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রিয়া সম্পাদক ও সাবেক জেলা ছাত্রীলীগ নেতা সাইদ হাসান কাজল। এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্য সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ মুছা মিয়া মাধবদী, নরসিংদী।