মনিরুজ্জামান,নরসিংদীঃনরসিংদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তন,সদর উপজেলা মোড়, নরসিংদীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সুজন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মোজাম্মেল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা ও নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ফয়সাল।
সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জিল্লার রহমানের সঞ্চালনায় এসময় তথ্য অধিকার, সুশাসনের অঙ্গীকার,তথ্যই শক্তি,তথ্যই মুক্তিকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ এর কিনোট উপস্থাপন করেন সুজন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু হলধর দাস।
এসময় আরো বক্তব্য রাখেন,সুজন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মোস্তাক আহমেদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু,লেখক ও কলামিস্ট সরকার সগীর আহমেদ প্রমুখ।