শিবপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ আগষ্ট রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভুইয়া মোহন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান।আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সালাহ উদ্দিন মিয়া , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ , মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীন মোহাম্মদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান.পল্লী বিদ্যুতের ডিজিএম মো: নওশের আলী, উপজেলা আওয়ীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ ।