
সুমন পালঃ
“পড়ব সবাই গড়ব দেশ, নিরক্ষর মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আগ্রহী ও মনোযোগী করার লক্ষ্যে ২৬ অক্টোবর রবিবার সকালে আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে কাজী সোহরাব আলী ফাউন্ডেশন স্কুল ড্রেস, খাতা, কলম ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন কাজী সোহরাব আলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কাজী ইউনুস আলী, কাজী ইয়াকুব আলী। আরো উপস্থিত ছিলেন আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, আলী হোসেন মেম্বার, নুরালাপুর ইউনিয়ন তাতী দলের সভাপতি আলমগীর হোসেন, যুবদল সদস্য মোঃ আলী মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কাজী সোহরাব আলী ফাউন্ডেশনের সদস্য কাউসার মাহমুদ প্রমুখ।