
সুমন পালঃ
অজ্ঞান করে মিশুক ছিনিয়ে নেওয়ার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি দলনেতাদের সাহসিকতায় প্রাণে বেঁচে গেলেন মিশু চালক।
ঘটনার বিবরণে জানাযায়, ২০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় শিলমান্দী ইউনিয়ন দলনেতা কাইয়ুম মিয়া এবং নরসিংদী পৌরসভা ৩নং ওয়ার্ড দলনেতা আরিফুল ইসলাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল বাজাজ মোটরবাইক শোরুমের বিপরীত পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ব্যাটারী চালিত মিশুক থেকে ফেলে দেয়। তখন ভিডিপি দলনেতারা দেখতে পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলে জানতে পারে তার সাথে থাকা মিশুক, নগদ অর্থ ও মোবাইল নিয়ে গেছে এক দল চক্র। তাৎক্ষণিক তারা মোটরসাইকেল যুগে প্রায় ১ কিলোমিটার ধাওয়া করে মিশুক সহ তিনজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ঘটনাটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও জেলা কমান্ড্যান্ট এস এম আক্তারুজ্জামান স্যারকে অবগত করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সদর মডেল থানার কন্ট্রোলে ফোন দিলে ঘটনাস্থলে টহল পুলিশ এসে মিশুক চালক দরিগাও গ্রামের আতিকুর ও আটককৃত বাশগাড়ি গ্রামের সুজন মিয়া, ঘোড়াদিয়া গ্রামের হৃদয় মিয়া এবং জোবায়ের হোসেন শাওন কে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়। মামলা রুজু চলমান রয়েছে।