
সুমন পালঃ
মাধবদী গরুরহাট থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত মৃত্যু ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ রাস্তার দ্রুত সংস্কার এবং যত্রতত্র পৌরসভার ময়লা-আর্বজনা ফেলে রাস্তা মৃত্যুফাঁদে পরিণত করার প্রবণতা বন্ধের দাবীতে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায়
মানব বন্ধন করেছে মাধবদী গরুরহাট সিএনজি চালক বৃন্দ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পৌর সভার টেক্স দেই। তারপরও রাস্তার কোন কাজ তারা করছে না। দীর্ঘদিন যাবত ভাঙ্গা রাস্তা দিয়ে যানবাহন চালাতে গিয়ে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তার উপর কভার ভ্যান রেখে মালামাল লোড আনলোড করার কারণে দীর্ঘ যানযট সৃষ্টি হচ্ছে, যার ফলে অসুস্থ রোগী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এছাড়াও ব্যবসায়ী ও সাধারণ লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী মালিক ও শ্রমিক যৌথ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়া,
নরসিংদী জেলা অটো, সিএনজি, মিশুক ও কার শ্রমিক ইউনিয়ন রেজিঃনং ১৬৯৬ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ কলি মিয়া,
ক্যাশিয়ার মাহফুজুর রহমান সহ মাধবদী থেকে বালাপুর, মেঘনা বাজার, পুরানচর, গোপালদী, নরসিংদী ষ্ট্যানের কয়েকশত চালক বৃন্দ।