সুমন পালঃ
মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে ১০ জুলাই বৃহস্পতিবার রমণী কমিউনিটি সেন্টার হল রুমে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল কবির খোকন।
মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের ফ্লাট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, স্কুল সুপার মার্কেটের সদস্য ইঞ্জিঃ মফিজুল ইসলাম, স্কুল সুপার মার্কেট দোকান মালিক সমিতির সেক্রেটারি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, ব্যবসায়ী নাসির উদ্দীন (ভিপি), মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের অভিভাবক প্রতিনিধি কাজী আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইব্রাহিম মিয়া। আরো উপস্থিত ছিলেন স্কুল সুপার মার্কেট ফ্লাট মালিক সমিতির সেক্রেটারি মাহে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দোকান মালিক জাহিদ প্রমুখ। বক্তারা প্রধান অতিথির কাছে স্কুল সুপার মার্কেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই সাথে ফ্লাট মালিক, দোকান মালিক ও দোকান ব্যবসায়ীদের সুবিধার্থে নতুন নীতিমালা গঠন করার প্রস্তাব করেন। প্রধান অতিথি ব্যবসায়ীদের কথা মতো দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।