1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাধবদীতে আদালতের রায়ে জমির দখল হস্তান্তরে বাঁধা বিবাদী পক্ষের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার গণসংযোগ

মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার

  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে অটোরিকশাচালক মোঃ রমজান আলী (৩২) নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় পরিবার চরম আতঙ্ক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। রমজান আলী নিখোঁজের পর পরিবার মাধবদী থানায় জিডি করার পর এখনো উদ্ধার না হওয়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও করছেন পরিবার। পুলিশ, র‌্যাব, সাংবাদিকসহ বিভিন্ন লোকের কাছে পরিবার ধারস্থ হচ্ছে রমজানের সন্ধান পেতে।
মাধবদীর রাইনাদী এলাকায় রমজনের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে রমজান আলীর স্ত্রী, সন্তান, বড় ভাই, ছোট ভাই , বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়েন। তারা নিখোঁজ রমজানকে জীবিত অবস্থায় ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিকদের রমজান আলীর বড় ভাই মোঃ শামীম বলেন, “ঘটনার পরদিন ২২ জুন আমরা মাধবদী থানায় একটি জিডি করি, কিন্তু ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বারবার থানায় যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা যাদের সন্দেহ করছি তাদের পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করলে আমার ভাইকে পাওয়া যাবে। শামীম আরও জানান তার ভাইয়ের বন্ধু কাউছারের সাথে একজন নারী নিয়ে বিবাদ চলছিল। আমার মনে হয় এই নারীকে কেন্দ্র করেই আমার ভাইকে নিখোঁজ করা হয়েছে। ভাই নিখোঁজের পর একটি ইমো নাম্বার থেকে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে। তারপর বিকালে কিছু টাকাও পাঠিয়েছি। সেই বিকাশ নাম্বারটি পুলিশের কাছেও দিয়েছি। তিনি দ্রæতই তার ভাইকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
কান্নাজড়িত কণ্ঠে রমজান আলীর মা জানান, ” ২১ জুন রাতে আমার ছেলে অটোরিকশা নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে ফিরে পেলে আমার কলিজা ঠান্ডা হবে।

রমজান আলীর বোন বলেন, “আমার ভাইকে জীবিত অথবা মৃত যেকোনো অবস্থায় ফেরত চাই।
পরিবারের পক্ষ থেকে এই অসহায় পরিবারটি তাদের একমাত্র অবলম্বনকে ফিরে পেতে দেশের সরকার এবং সকল স্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। রমজান আলীর শিশু সন্তানকে কোলে নিয়ে তার স্ত্রীর আহাজারি উপস্থিত হৃদয়কে নাড়া দেয়। দ্রæততম সময়ের মধ্যে রমজান আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
নিখোঁজ রমজান সম্পর্কে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে থানায় জিডি হলে আমরা প্রশাসনের পক্ষ থেকে সন্ধানের সর্বাত্তক চেষ্টা করছি। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। তথ্যপ্রযুক্তির ব্যবহার করেও আমরা রমজানের সন্ধানের চেষ্টা করছি। রমজান ও তার অটোরিকশা উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি, ০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.