মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদীর মাধবদী থানাধীন খালপাড় এলাকা থেকে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া ১। নাদিম (৩০), ২। অনিক মিয়া (২৫), উভয় পিতা মৃত- জমির আলী, ৩। সাদ্দাম হোসেন (৩২) পিতা মৃত কুদ্দুস আলী, ৪। আবুল হোসেন সানি(৩৮) পিতা আলমাছ, ৫। জুনায়েদ (২৭), পিতা- মোঃ আনোয়ার মিয়া ৬। নাছিমা বেগম (৪০) স্বামী- মৃত- জমির আলী, সর্ব সাং- খালপাড়, ৭। আকিবুর (৩৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, ৮। মোক্তা বেগম (৩২) স্বামী-আকিবুর, ৯। দানিয়াল (১৯), পিতা- আকিবুর সর্ব সাং- পৌলানপুর তাদের সাথে বিরোধ চালাইয়া আসিতেছে। উক্ত বিরোধ এর জের ধরে উপরোক্ত আসামী সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টায় ধারালো দা, চাপাতি, কুড়াল, লাঠি সোঠা, লোহার রড, ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বে আইনী জনতাবদ্ধ হয়ে মাধবদী থানাধীন পৌলানপুর আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী ইয়াছমিন আক্তার (২৫), আমার মা নুরজাহান বেগম (৫৫), আমার বড় বোন নারগিছ (৪০), সহ আমার চাচী ইয়াছমিন বেগম এর উপর অর্তকিত হামলা করে। সকলকে মারধর করে রক্তাক্ত জখম সহ একটি স্বর্ণের চেইন ওজন ১ ভরী ২ আনা যার মূল্য ১,৮৫,০০০/= টাকা নিয়া যায়। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগন আমাদেরকে প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, সময় সুযোগ মত আমাদেরকে খুন করিয়া ফেলবে। মামলায় এসব কথা উল্লেখ করেন বাদী মোশারফ হোসেন। মাধবদী থানায় মামলা নং ০৩।