ফজলুল হক মিলন:
গত ২ মে অপরাহ্নে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি -১ আয়োজনে, সমতি সভাকক্ষে সু শাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র বাস্তবায়নের লক্ষ্যে অংশিজনের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো: আবু বকর শিবলী।
এ সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি-১ এর সদর দপ্তর এর সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত অংশিজন সরাসরি এবং ২ টি জোনাল অফিস মাধবদী ও ঘোড়াশাল ১ টি সাব জোনাল অফিস তালতলীর কর্মকর্তা ও কর্মচারী ও গ্রাহকরা অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এজিএম (সদস্য সেবা) পরিতোষ দাস। অংশিজনদের মাঝে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, সমাজ সেবক, মিডিয়া ব্যক্তিত্ব, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধি, গ্রাহক প্রমুখ।
এ সময় অংশিজনেরা বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করলে জেনারেল ম্যানেজার মো: আবু বকর শিবলী বিষয়গুলো শুনে সমাধানে আরো তড়িৎ ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রধান করেন।
চলমান বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা জাতীয় সমস্যা। বিদ্যুৎ জাতীয় সম্পদ। আমরা চেষ্টা করছি দ্রুত এর সমাধান করতে।