মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী নুরালাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত-২০২৩ হবে আগামী ২ ডিসেম্বর। গত ৩০ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কামাল বলেন , ১১ সদস্যের ম্যানেজিং কমিটির ১জন দাতা সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ২ জন সাধারন শিক্ষক প্রতিনিধি, ১জন মহিলা শিক্ষক প্রতিনিধি বিনাপ্রতিদ্বন্ধীতায় ও প্রদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে আগেই নির্বাচিত হয়ে গেছেন। বাকি ৪ জন অভিভাবক প্রতিনিধির বিপরীতে ৬ জন প্রার্থী বিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের রশিদের মাধ্যমে ২০ হাজার টাকা করে মনোনয়ন ফরম ক্রয় করে জমা দেয়। বর্তমানে আগামী ২ ডিসেম্বর তাদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আমাদের বিদ্যালয়ের আভ্যন্তরীন শৃংখলা অত্যন্ত সুন্দর। পাবলিক পরীক্ষার ফলাফলও সন্তোসজনক। ইতোপূর্বে আমাদের বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরভ অর্জন করেছে। ভালো ফলাফলের জন্য সিকোয়াপ প্রকল্প থেকে প্রনোদনা হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কার দেয় ২০১৫ সালে। বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রচার করে আমরা ম্যানেজিং কমিটির নির্বাচন সুন্দরভাবে আয়োজন করেছি। নির্বাচনে সারা দিয়ে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবে। আমি আশা করি অত্র অঞ্চলের মানুষ স্কুলের সুনামের দিকে তাকিয়ে চমৎকার ভাবে নির্বাচনে অংশগ্রহন করবে।
নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আইনুল হক বলেন আগামী ২ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি স্কুলের সভাপতির দায়িত্ব নেওয়ার পূর্বে ৪০/৫০% পাসের হাড় ছিল। বর্তমানে ৯৭ শতাংশের বেশি পাসের হাড়। স্কুলের কোন ফান্ড ছাড়াই আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে একটা চ্যারিটেবল থেকে অনুদান এনে তিন তলা ফাউন্ডেশন দিয়ে ৯ রুমের এক তলা কমপ্লিট করি। বর্তমান সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম হিরুর সহায়তায় একটি বিল্ডিংয়ের ৩য় তলা সম্প্রসারণ করেছি। স্কুলের পরিবেশ ও লেখাপড়ার মান যথেষ্ট উন্নয়ন হয়েছে। নির্বাচনের পর সবাই মিলেমিশে বিদ্যালয়ের আরো উন্নয়ন করতে পারব ইনশাআল্লাহ।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫