সুমন পালঃ আজ ৩নভেম্বর শুক্রবার বিকেলে ঘোড়াশাল মিঞা বাড়ি প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জাসদ এর সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জায়েদুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু (এম.পি)।
প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে বলেন সংলাপ হয় মানুষের সাথে মানুষের, কোন জঙ্গি জানোয়ারের সাথে নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নরসিংদী জেলা জাসদ এর সভাপতি জায়েদুল কবিরকে মনোনয়ন দেওয়ার প্রচেষ্টা চালানো হবে।
নরসিংদী জেলা জাসদ এর সভাপতি জায়েদুল কবির বলেন চলমান উন্নয়ন অব্যহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাসদ এর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, নরসিংদী জেলা জাসদ এর যুগ্ম সম্পাদক মহসিন আল কোরাইশি, পলাশ উপজেলা জাসদ এর সভাপতি মোবারক আলী, পলাশ উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।