সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নরসিংদী সদর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। গতকাল রাতে মাধবদীতে অবস্থিত আনন্দী জয়কালী মন্দির, চৌদ্দপাইকা শ্রী শ্রী কৃপাময় রক্ষাকালী মন্দির, আনন্দী কৃষ্ণা মন্দির, শ্রী শ্রী শীতলা দেবীর মন্দির, শ্রী শ্রী গৌরনিতাই আখরাধাম মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের খোঁজ খবর নেন। পাশাপাশি পূজারীদের যেকোন প্রয়োজনে তাদের পাশে আছেন বলে আশ্বাস দেন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, পরিচালক হাসিব আহমেদ, তিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার সাহা লুটু, মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শ্রী শ্রী গৌরনিতাই আখড়াধাম মন্দিরের পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক মাখন সূত্রধর, মাধবদী শহর শ্রমীকলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব প্রমূখ। এসময় দলীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।