সুমন পালঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “শেখ হাসিনা সরকার বার বার দরকার” এ প্রতিপাদ্যে
নরসিংদী সদর উপজেলাধীন নুরালাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নুরালাপুর যুব সংঘের আয়োজনে আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নুরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। টুর্ণামেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নূর আলম ভূইয়া। নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবাদ হোসেন মেম্বার, সমাজ সেবক বশির আহমেদ, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন শিশির। আলোচনা সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।