1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত মাধবদীতে নতুন ঠিকানায় রাধুনী রেস্টুরেন্ট মাধবদীতে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৯ জন দেখেছেন

সুমন পালঃ
প্রতিবছরের মতো এবারও নরসিংদীর ঐতিহ্যবাহী সংগঠন মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ গত ৪ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নৌভ্রমণে মাধবদী প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থেকে নৌ ভ্রমণকে আনন্দময় করে তোলেন।
প্রেসক্লাবের সদস্য কাজী জয়নাল আবেদীন এর মোনাজাত এর মধ্য দিয়ে মাধবদীস্থ মেঘনা বাজার থেকে সুসজ্জিত যন্ত্রচালিত নৌযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ছলিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে এমপির টিলা, মরিচাকান্দিতে যাত্রা বিরতির পর দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর ছলিমগঞ্জে বাজারের দর্শনীয় স্থান ঘুরে বিকালে আবার মাধবদীর পথে ফেরা শুরু হয়।
ভ্রমণে অংশ গ্রহণ করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড: আবুল হাসনাত, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোঃ মুছা মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন, ফজলুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, আলহাজ্ব জসিম উদ্দীন ভূইয়া (ভিপি জসিম), সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সদস্য অধ্যাপক মোহাঃ শেখ সাদী, হাজ্বী মোঃ ছবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা জি এম ওহাব মিয়া, সুমন পাল, মোঃ আল আমিন, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মোঃ হুমায়ূন মিয়া, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাসির উদ্দীন পিন্টু ।
উল্লেখ্য মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ বাস্তবায়নের জন্য সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করেন। মেঘনা নদীর জলরাশির বুকে দিনব্যাপী সাংবাদিকদের এ আনন্দ ভ্রমণে মুগ্ধতা ছড়াতে সকলের মাঝে র‍্যাফেল ড্র দেওয়া হয় এবং পুরস্কার বিতরন করা হয়। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই সবাই নিরাপদে মাধবদীর বুকে ফিরে আসে।
নৌভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.