মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃআজ বুধবার (২৪ আগস্ট) বিকাল ৩টায় খড়িয়া বজার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন । কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, মাধবদী শহর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া মনির সহ স্থানীয় নেতৃবৃন্দ। মাধবদী থানা আহবায়ক সিরাজুল ইসলাম বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমি শ্রদ্ধা নিবেদন করছি। কাঠালিয়া ইউনিয়ন কে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করার আহবান জানিয়ে বলেন,জি.এম.তালেব হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। তিনি আওয়ামী লীগ ও নৌকার বিরোধীদের হুশিয়ার দিয়ে বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ, দল এগিয়ে যাচ্ছে এবং ২০৪১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার মাধ্যমে স্বাধীনতার শত্রুরা হত্যা করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও লাল সবুজের পতাকা কে। কিন্তু তারা পরাজিত হয়েছে এবং বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা জাতির জনকসহ তার পরিবারের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে আপনারা আগামী নির্বাচনে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রুল মডেল। মাথা উঁচু করে বাঁচতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকার কে আবারো ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আপনাদের কে ভোট দিতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ রাসেলের কথা মনে করে তিনি কেঁদেফেলেন এবং বলেন এই ঘটনা মনে হলেই আমি আবেগে আপ্লূত হয়ে যাই। প্রধান অতিথি সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো জনগণের কাছে তুলে ধরতেও আহবান জানান। পরে নেতাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে দলকে জিতাতে প্রস্তুতির আহবান জানিয়ে বলেন – আমরা জাতির জনকের আদর্শকে সমুন্নত রেখে এগিয়ে যাবো। জাতীয় চার নেতা,বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণ করে তিনি জাতির জনকের রাজনৈতিক পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সবার জন্য মোনাজাত হয়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মনিরুজ্জামান ভূইয়া মনির, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পনির সহ স্থানীয় নেতৃবৃন্দ।