সুমন পাল মাধবদী নরসিংদী প্রতিনিধি
মহান বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে মাধবদী পৌর পরিষদের আয়োজনে আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার পৌর হলরুমে পৌর এলাকার প্রতিবন্ধী, অসহায় ও দুস্তদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এসময় ৫০টি সেলাইমেশিন ও ২০টি হুইল চেয়ার বিতরণ করেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ বাকির, কাউন্সিলর পরিমল ঘোষ রঞ্জিত, রাজিব আহমেদ, শেখ ফরিদ, হেলাল উদ্দিন, হায়দার আলী, দেলোয়ার হোসেন, নওশের আলী, পেয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।