নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সহকারী কমিশনার (ভূমি) সিল্ভিয়া স্নিগ্ধা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন, মোস্তাফিজুর রহমান, আবু হানিফ ও তাপস কুমার দে প্রমুখ।
#
নাসিম আজাদ
০৬.১১.২০২১