1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার মতবিনিময় মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা মাধবদীতে সৌজন্য সাক্ষাতে খায়রুল কবির খোকন মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পলাশে ছাদ থেকে পড়ে দিনমজুরের রহস‍্যজনক মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর পলাশে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে সেন্টু সরকার (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিনারদী বাজারের পাশে আমেরিকা প্রবাসী হারুন অর রশিদের দ্বিতল বাড়ির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে মৃত‍্যূর বিষয়টি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এ নিয়ে রহস‍্য দেখা দিয়েছে।

 

নিহত সেন্টু সরকার জিনারদী এলাকার মৃত দীনেশ চন্দ্র সরকারের ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রি।

 

নিহতের সহযোগী শ্রীবাস ও পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো সেন্টু সরকার রবিবার সকালে আমেরিকা প্রবাসী হারানোর রশিদের বাড়িতে রঙের কাজ করতে যায়। এ সময় তার সাথে শ্রীবাস চন্দ্র দাস নামে তার অপর এক সহযোগীও ছিল। বাড়িতে রং করতে আসলেও সে কাজ না করে দরজা জানালার পর্দার কাপড় ধোয়ার কাজে লেগে পড়ে সেন্টু ও তার সহযোগী। সেজন‍্য গরম পানি করে বড় পাতিলে ওয়াশিং পাউডার মিশিয়ে পর্দার কাপড়গুলো ভিজিয়ে রাখে। সকাল সাড়ে ৭টার দিকে পাতিল ভিজানো অবস্থা থেকে একটি পর্দা তুলে পিছন দিকে যেতেই বাড়ীর ছাদের রেলিংয়ের সাথে লেগে নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী ১০০ শয‍্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাম প্রকাশ না করা শর্তে জিনারদী এলাকার এক যুবক বলেন, “নিহত সেন্টু রং মিস্ত্রি হিসেবে প্রবাসী হারুণ সাহেবের বাড়িতে চুনকামে কাজ করছিল। বাড়ির রং দেওয়ার কাজ করতে এসে একজন রং মিস্ত্রি দরজা-জানালার পর্দা ধোতে যাবে কেন? এই বিষয়টি এখন সকলের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এতো উপর থেকে পড়ার পরেও নিহতের শরীরে কোন ভাঙগা বা থেথলে যাওয়ার চিহ্ন নেন। বিষয়টা আমাদের কাছে রহস‍্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ ও উপর থেকে পড়ার স্থান সম্পর্কে জানতে চাইলে তারা এবিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। পরে তাদের কাছে থেকে বাড়ির যে কোন একজন পুরুষ মানুষের ফোন নাম্বার চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় ইউপি সদস্যর সাথে কথা বলার পরামর্শ দেন।

 

এব‍্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি জিনারদী ইউপি সদস‍্য শফিউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোনে জানান, বিষয়টি নিয়ে তিনি খুব দৌড়াদৌড়ির মধ‍্যে আছেন এ বিষয়ে পড়ে কথা বলবেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

 

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা পলাশ মোল্লা বলেন, নিহত ব‍্যক্তিকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়। তবে একজন ব‍্যক্তি অন্তত ২০ ফুট উপর থেকে পড়লে শরীরের হাত-পা ভাঙ্গা, থেথলে যাওয়া বা কাটা-ছিড়ার তেমন কোন চিহ্ন আমরা পাইনি।

 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতে পরিবার ময়নাতদন্ত করতে ইচ্ছুক ছিলোনা। আমি তাদের প্রস্তাব মেনে না নিয়ে ময়না তদন্তের জন‍্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত‍্যূ সঠিক কারণ জানা যাবে বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.