1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীর বেলাবতে স্কুল ফিডিং কর্মসূচিতে অভাবনীয় সাফল্য,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি কমছে ঝড়ে পড়ার হার পলাশে তরুণদের মুখোমুখি জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ মাধবদীর চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আলিম শ্রেনী চালু করা প্রসঙ্গে মত বিনিময় সভা।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নরসিংদীর একই পরিবারের নিহত-২, আহত-৪

  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ জন দেখেছেন

 

শরীফ ইকবাল রাসেল:

সৌদি আরবের জেদ্দা-মদিনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নরসিংদীর শিবপুরের একই পরিবারের দু-ব্যক্তির। এতে আহত হয়েছেন আরও চার ব্যক্তি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত বাংলাদেশ সময় ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মক্কা থেকে ওমরাহ পালন শেষে মসজিদে নববি জিয়ারতের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনা যাওয়ার ৩৫০ কিলোমিটার পূর্বে ওয়াদি আল ফারাহ নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মালেক (৭০) ও নাতী শাকিলের স্ত্রী তাসলিমা (২৫)। এসময় গুরুতর আহত হয় আতাউর রহমান মুকুল (৪৫), তার স্ত্রী সাহিদা আক্তার (৩৫), তার মেয়ে জান্নাতুল বাকিয়া মুন (১০), নিহত তাসলিমার ছেলে বন্ধন (৬) ও জাহিদ (১৯)। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সাধারচর আব্দুল মালেক মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীও এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন। দেশে থাকা ছেলে মেয়েকে কোনভাবেই শান্ত্বনা দিতে পারছে না প্রতিবেশীরা।

নিহত আব্দুল মালেক মেম্বারের ছেলে ওয়াদুদ জানান, আমার বড় ভাই জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ওখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। আমিও ওখানে ছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি আমার বাবা, ভাগিনা ও ভাগিনার বউ বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালন শেষে বড় ভাই আতাউর রহমান মুকুলসহ পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আমার বাবা আব্দুল মালেক মেম্বার ও ভাগিনার বউ তাসলিমা বেগম (২৫) মারা যায়। আহত হয়েছেন গাড়িতে থাকা সবাই।

আহতদের মদিনায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত বড়ভাই আতাউর রহমান মুকুলের সাথে ফোনে কথা হয়েছে। তাদের সুস্থ্য হতে সময় লাগতে পারে। সুস্থ্্য  হওয়ার পরেই বাবা ও ভাগিনার বউ এর লাশসহ ও সবাইকে নিয়ে দেশে ফিরবেন তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.