1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

  • আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৭০ জন দেখেছেন

মকবুল হোসেন নরসিংদীঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়ে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায়’। কিন্তু তাদের এ আশা পূরণ হবে না। যদি তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ এ্যাকশনে যাবে, আমরা কখনোই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেবো না, যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।নরসিংদী জেলার নবনির্মিত মনোহরদী থানা ভবনের উদ্বোধন শেষে আগামী ১০ ই ডিসেম্বর ঢাকা বিএনপির সমাবেশকে নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় গনমাধ্যম কর্মিদের এসব কথা বলেন । তিনি আরো বলেন, বিএনপি আবারও বন্দুকের সন্ধানে বের হইছে এবং বন্দুকের নলের ডগায় আবারও ক্ষমতায় আসতে চায়। যদি এমনটাই হয় তাহলে পুলিশ তাদের প্রতিহত করবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবেনা।
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজীদ মাহমুদ হুমায়ূন এমপি, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল অশরাফ খান দিলিপ এমপি, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড,মশিউর রহমান মৃধা প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য সহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিতি ছিলেন।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.