সুমন পালঃ
নরসিংদী জেলাধীন কাঠালিয়া প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৭জানুয়ারী শুক্রবার বিকেলে কাঠালিয়া আমতলা বাজার সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন কাঠালিয়া ক্যাপিটাল বনাম নোয়াকান্দী ক্রিকেট ক্লাব। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. ইলত্যুমিশ সওদাগর এ্যানী, নরসিংদী সদর থানা ছাত্র দলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, নরসিংদী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব ভূইয়া, এড. রাসেল, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন জয়, মাধবদী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাইম পাগলা, থানা তাতী দলের সাংগঠনিক সম্পাদক হাজী হাসনাত, মাধবদী থানা ছাত্র দলের তরিকুল ইসলাম ইতি, মাধবদী কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, সুমাইয়া ইয়াং ট্রেডিং এর সত্বাধিকারী মাসুদুল হক মাসুদ, আব্দুস সাত্তার বাবু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণকারী টীম গুলো হলো কাঠালিয়া ক্যাপিটাল, নোয়াকান্দী ক্রিকেট ক্লাব, কান্দাপাড়া মৈষাদী পাওয়ার হিটার্স, খড়িয়া ডেডলি ইলিভেন, ফজুরকান্দী বিগ বাদার্স ক্লাব, ডৌকাদী কিংস। টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে হিমেল ইলেকট্রিক, আপডেট কমপ্রেসর, ডোনেক্স ডিটারজেন্ট পাউডার, সুমাইয়া ইয়াং ট্রেডিং, ফ্যামিলি বাজার।