সুমন পালঃ
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার নিয়ে নরসিংদী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভিডিপি দিবস ২০২৫ উপলক্ষ্যে উদ্বোধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে ভিডিপি দিবসের উদ্বোধন করেন জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজাহ। উদ্বোধন শেষে জেলা কার্যালয় থেকে র্যালী বের হয়ে নরসিংদী পৌরসভা চত্বর হয়ে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, বেলাব উপজেলা কর্মকর্তা মোঃ আমানুল বারি, মনোহরদী উপজেলা কর্মকর্তা আয়েশা আক্তার, শিবপুর উপজেলা কর্মকর্তা মুনিয়া সুলতানা, পলাশ উপজেলা কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন (ভারপ্রাপ্ত), রায়পুরা উপজেলা কর্মকর্তা আশরাফুল কবির সৌরভ (ভারপ্রাপ্ত) সহ জেলার ৬টি উপজেলার প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও সকল উপজেলার ভিডিপি সদস্যরা।