নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বিদায়ী পরিচালনা পরিষদ।
মঙ্গলবার রাতে বধুসাজ কমিউনিটি সেন্টার হলরুমে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী সদর -১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাসেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, খবিরুল ইসলাম বাবুল, মহসিন হোসেন বিদ্যুৎ, বিএনপি নেতা মফিজুল ইসলাম,আবদুল বাতেন শাহীন, আনোয়ার হোসেন আনু, ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদীর ব্যাবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে মাধবদীর যানজট নিরসন, সুতা সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনয়ন, মাধবদীতে নিরবিচ্ছিন্ন গ্যাস – বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও মাধবদী – শেখেরচরকে পাশ কাটিয়ে ঢাকা – সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রধান অতিথি খাইরুল কবির খোকনের প্রতি জোর দাবি জানান তারা।
এসময় নরসিংদী জেলা, উপজেলা বিএনপি, মাধবদী থানা, শহর বিএনপি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাকর্মী সহ কয়েক সহস্রাধিক ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে প্রধান অতিথি খাইরুল কবির খোকন এর জন্মদিন পালন করা হয়।
মকবুল হোসেন