মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার নবগঠিত কমিটির আমীর মাওলানা মোঃ আমিনুল হকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ফজর নামাজের পর জামায়াতের মাধবদীস্থ নিজ কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোঃ মোছলেহুদ্দীন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা নির্বাচন সহকারী অফিসার অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এবং মাধবদী শহর শাখার তদারককারী মোঃ আমিরুল ইসলাম। আগামী ২০২৪-২৬ সেশনের জন্য মাধবদী শহর শাখার রোকনদের গোপন ভোটের মধ্য দিয়ে নবগঠিত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাওলানা মোঃ আমিনুল হক মাধবদী শহর শাখার আমীর, মোঃ মোয়াজ্জেম হোসেন সেক্রেটারী, মোঃ নজরুল ইসলাম সহকারী সেক্রেটারী, মোঃ ইসমাইল হোসেন সমাজ কল্যাণ, পেশাজীবী , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মোঃ কামরুজ্জামান মিলন শ্রমিক কল্যাণ সভাপতি, মোঃ আজিজুল ইসলাম কোষাধ্যক্ষ, মোহাম্মদ আলী গোলজার তালিমুল কোরআন, মসজিদ মিশন ও ওলামা বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ ওমর নাসিফ প্রচার, মিডিয়া, মানব সম্পদ ও নির্বাচন বিষয়ক সম্পাদক, মোঃ মনির হোসেন আদর্শ শিক্ষক পরিষদ, ইসলামী এডুকেশন সুসাইটি ও সাহিত্য-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ সুমন মিয়া প্রকাশনা, অডিট ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫