মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে রেজন মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বিল্লাল মিয়ার দেওয়া তথ্যমতে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুর ২টা ১৫ মিনিটে আসামি মোঃ বিল্লাল হোসেনের দেওয়া তথ্যমতে তার খোদাদিলা গ্রামের বসত বাড়ীর দক্ষিন পাশে রান্না ঘরের চুলার পিছনে মাটিতে পাটের বস্তার ভিতরে লুকানো অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
যাহাতে ট্রিগার, ফায়ার পিন এবং বাকানো কাঠের বাটযুক্ত, বডি সহ ব্যারেল আনুমানিক ১৭ ইঞ্চি লম্বা এবং বাট আনুমানিক-০৬ ইঞ্চি লম্বা।
আজ দুপুর সাড়ে তিনটায় এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ।
এর আগে নরসিংদী মডেল থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০৫/২০২৪ ইং এর এজাহারনামীয় আসামী মোঃ বিল্লাল মিয়া কে গত ২০/০৬/২০২৪ ইং তারিখ গ্রেফতার করে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পরে বিজ্ঞ আদালত ০১(এক) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে আসামীকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে সে রেজন মিয়া হত্যাকান্ডের ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে তথ্য প্রদান করে।
এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এর দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) আজিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছামিউল হক সংগীয় অফিসার ফোর্স সহ আসামীকে সাথে নিয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।