সুমন পালঃ বন্ধুত্বের বন্ধনে সকলকে একত্রিত করতে মাধবদী থানা ২০০৩ব্যাচের আয়োজনে বিভিন্ন স্কুলের বন্ধুদের নিয়ে ৩মার্চ স্থানীয় কফি এন্ড ক্যাফে রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন বন্ধুদের সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যেসব স্কুলের বন্ধুরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেছে সেসব স্কুল গুলো হলো মাধবদী এস পি ইনস্টিটিউশন, কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়, বুনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়, ভূইয়ুম উচ্চ বিদ্যালয়, নুরালাপুর উচ্চ বিদ্যালয়, বালুসাইর উচ্চ বিদ্যালয়, ভাটপাড়া এন সি উচ্চ বিদ্যালয় সহ রাজধানী ঢাকা থেকে বেশ কয়েকজন এসএসসি ২০০৩ব্যাচের বন্ধুরা।