সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে দুই জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে আরো এক জন। বিলের মাছ ধরাকে কেন্দ্র করে মাধবদী থানার চৌয়া বড়টেক গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, মলি হোসেনের ছেলে সিয়াম মিয়া, মোক্তার হোসেনের ছেলে মাহিন মিয়া, বাদল মিয়ার ছেলে শরীফ মিয়া, বাদল মিয়ার স্ত্রী মমতাজ বেগম এর সাথে ঝগড়া হয় একই গ্রামের সাহাজ উদ্দিনের। তারই জেরধরে ১৯মার্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উপরে উল্লেখিত ব্যাক্তিরা বসত বাড়িতে প্রবেশ করে সাহাজ উদ্দিন ও বিউটি আক্তারকে মারধর করতে থাকলে ইমান আলী এগিয়ে আসলে তাকেও মারধর করে। এসময় চাপাতি দিয়ে ইমান আলীর মাথায় কুপ মারিলে তার মাথায় রক্তাক্ত জখম হয়। বিউটি আক্তারের মাথা লক্ষ্য করে লোহার রড় দিয়ে বারি মারলে সেই আঘাত নাকে লেগে রক্তাক্ত জখম হয়। সাহাজ উদ্দিনের মাথা লক্ষ্য করে বারি মারলে সেই আঘাত হাতের কুনুইয়ে লেগে হাড়ভাঙ্গা জখম হয়। এসময় তারা বাড়ি-ঘড় ভাংচুর করে নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে প্রাণ নাশের হুমকি দিয়ে তারা চলে যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে ইমান আলীর অবস্থা আশংকা জনক দেখে দায়িত্বরক চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। বাকী আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়।