শরীফ ইকবাল রাসলে: নরসিংদীতে বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ জেলা ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে বিলাসদী ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট শেষে ১৩৮ রান অর্জন করে। অপরদিকে ১৩৯ রানের টার্গেট নিয়ে শিবপুর উপজেলার গিলাবের ক্রিকেট ক্লাব ১৯ ওভার ৩ বল শেষে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯রান অর্জণ করে। এতে বিলাসদী ক্রিকেট ক্লাব ৩৮ রানের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে রাকিব সর্বোচ্চ ২টি উইকেটসহ ৩৫ রান লাভ করে। এছাড়া একই দলের মাহফুজ ৪ ওভারে ৪টি উইকেট লাভ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া, বঙ্গবন্ধু জেলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক আনিছুর রহমান ভূইয়া, ক্রীড়া সংস্থার সদস্য হাবিবুর রহমান ভূইয়া, দেলোয়ার হোসেন ভূইয়া, রাজিব আহমেদ, মিনহাজ আহমেদ ও মহিলা ক্রীড়া সংস্থার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।