1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৫ জন দেখেছেন

ইলিয়াছ হায়দার: ১০ অক্টোবর বেলা ১১টায় একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করা’র দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের পক্ষে কবির উদ্দিন আহমেদ,উপ-প্রশাসনিক কর্মকর্তা,অফিস সহকারী মো: হোসাইনকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক,সহ- সম্পাদক, মো: কাউসার আহমেদ শাহীন, আবদুল কুদ্দুস, সম্পাদক (নরসিংদীর আওয়াজ) মো:এস এ বাছেদ,প্রচার সম্পাদক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.