প্রতিবাদে প্রেস ব্রিফিং। সুমন পাল ঃ মাধবদীর ফুলতলায় সম্পত্তি লাভের আশায় আপন চাচা আলমগীর ভূইয়াকে তাঁরই বড় ভাই মৃত মোসলেউদ্দিন ভূইয়ার ছেলে সজিব প্রাণনাশের হুমকি অব্যাহত রাখছে বলে এক প্রেস ব্রিফিং এ জানান আলমগীর ভূইয়া। নিজ সাক্ষরিত এক ব্রিফিং এ আরো বলেন আমার ও আমার পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছে। আমার পরিবারের নিরাপদহীন জীবনের এমন পরিস্থিতি তৈরী করেছে আমারই ভাতিজা সজীব ভূঁইয়া। আমার বড় ভাই মৃত মোছলেহ উদ্দিন ভুইয়ার ছেলে সজীব ভূঁইয়া আমার নিকট কোন সম্পত্তি পাবেনা জেনেও সম্পত্তির দাবি জানিয়ে কয়েকবার এ বিষয়ে সামাজিক ভাবে শালিশ বৈঠকের আয়োজন করে। কিন্তু বার বারই সে শালিশ দরবারের রায় আমার পক্ষে আসে। শালিশের রায় সজীব ভূঁইয়া অমান্য করে দীর্ঘদিন যাবৎ আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রথমে আমি হালকাভাবে নিলেও পরবর্তীতে সজীব ভূঁইয়ার কর্মকান্ড আমাকে আতঙ্কিত করে তুলেছে। এমনই পরিস্থিতিতে আমি আলমগীর ভূইয়া মাধবদী থানায় জীবনে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি রুজু করি যাহার নং ১৮৯৪।