গত শুক্রবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৮৪ ব্যাচের প্রায় শতাধিক বন্ধুরা মিলত হয়েছেন নারায়নগঞ্জ ক্লাবের হল রুমে। এ সময় বন্ধু মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সভাপতি চন্দন শীল। বক্তব্য রাখেন ৮৪ ব্যাচের শরিফ,রিয়াজ রাজু, মিন্টু,শরিফ উদ্দিন ভ’ইয়া,লুৎফর রহমান,মনিরুল আলম সেন্টু,খায়রুল কবির আদিল,আদেন চৌধুরী,ঊত্তম সাহা,সাখাওয়াদ হোসেন,সাইদুর মনির, রফিক,প্রমূখ। এ সময় নারায়ণগঞ্জ হাই স্কুলের এন্ড কলেজের ৮৪ ব্যাচের বন্ধুরা একত্রে মিলিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমারা চাই আমাদের ৮৪ এর ব্যাচের বন্ধুরা ঐক্যবদ্ধ থাকি। এ লক্ষ্যে ৮৪ ব্যাচের একটি পূর্ণাঙ্গ কমিটি করার দাবী জানান তারা। এতে তাদের মূল লক্ষ্য হবে প্রথমে এ ব্যাচের কোন বন্ধু আর্থীক অবস্থা খারাপ থাকলে তাকে স্বাবলম্বী করার চেষ্টা। পরে গরিব দুঃখী মানুষের পার্শে থাকা ও জন সেবা কাজে নিয়োজিত থাকা। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন মোফাজ্জল হোসেন মিন্টু। এতে কার্য়কারি পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেন মিন্টু,সহ-সভাপতি খারুল কবির আদিল,সহ-সভাপতি হাবিবুর বাহার চৌধুরী,সহ-সভাপতি আদেন চৌধুরী,সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন ভ’ঁইঢা,যুগ্ন সাধারণ সম্পাদক হেদায়েত ইসলাম লিয়ন,অর্থ সম্পাদক উত্তম সাহা,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,সহ-সাংগঠিক সম্পাদক বিনয় কুমার রায়,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুনর রশীদ নিলু,ধর্ম ও সামাজকল্যাণ সম্পাদক বাহাউদ্দিন ,প্রচার ও গণ সংযোগ সম্পাদক ফারুক রিপন, কার্যকরী সদস্য গৌতম ঘোষ,কার্যকরী সদস্য ওয়াহিদ পিনটু,কার্যকরী সদস্য আনিসুর রহমান। তাছাড়াও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে আছেন গাজী ওয়ালিউ রহমান ডালিম,ক্যাপ্টেন রিয়াজ রাজু,মনিরুল আলম সেন্টু,লুৎফর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে চন্দন শীল বলেন,আমি আপনাদের পার্শে আছি। যখন আপনাদের প্রয়োজন হবে তখনই আমাকে পাবেন। পরবর্তিতে যখন আপনারা এ ধরনের অনুষ্ঠান করবেন তখন নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে করার জন্য আহব্বান জানান তিনি।