এম.শরীফ হোসেন : সোমবার (৫ জুলাই) আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে করোনা মহামারী কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপহার বিতরণ করেছেন মাধবদী থানাধীণ আমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন।
এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে আগত কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত কয়েক’শ পরিবারের নারী পুরুষ সদস্য উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যগণ, কৃষকলীগ নেতা সোলায়মান মিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ।