নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা পুলিশের আয়োজনে শিবপুর মডেল থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (১১ এপ্রিল) শিবপুর থানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, পিপিএম, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, শিবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ ড. মোঃ শফিউল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মোঃ মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ। নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।