নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার চর্ণগরদী বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
ঘোড়াশাল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সহ সভাপতি আওলাদ হোসেন জনি,সাংগঠনিক সম্পাদক আবুবক্কর ছিদ্দিক,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এম.এ.সাত্তার,সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবু,উপজেলা যুবদলের সভাপতি নেছার আহম্মেদ খান, ,ঘোড়াশাল পৌরসভা যুবদলের সভাপতি মোমেন মোল্লা, উপজেল শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভুইঁয়া, সাধারণ সম্পাদক এড.মনির উদ্দিন,পালাশ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড.বাছেদ,সাধারণ সম্পাদক কাউসার,সাংগঠনিক সম্পাদক মোরশেদ, ঘোড়াশাল পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন,সাংগঠনিক সম্পাদক মাসুদ খান প্রমুখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি বক্তারা অবিলম্বে বিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানান।
#
নাসিম আজাদ
১৯.০১.২০২২
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।