এম.শরীফ হোসেন: মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মী সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমদিয়া ইউনিয়ন শাখার ১,২ ও ৩নং ওয়ার্ড সদস্যগণ উক্ত সম্মেলন আয়োজন করেন।
শনিবার(২৮ ডিসেম্বর) বিকেল তিনটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মাধবদী থানা শাখার আমির মোঃ আঃ আজিজ, সেক্রেটারী জাফর উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, আমদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা হাফেজ আজহারুল ইসলাম।