মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী এডুকেশন এইড শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় মাধবদী ওয়েস্টার্ন স্কুলে ৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন সংগঠনের কর্মকর্তাগণ। নতুন বছরে যেন শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ নিয়ে ক্লাসে যেতে পারে সে লক্ষকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মামুন খান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাধারন সদস্য মোঃ মিজানুর রহমান, জসমত আলী মাসুদ প্রমূখ।
উল্লেখ্য সংগঠনটি মাধবদী থানা এলাকায় যেন শিক্ষার মান উন্নতি লাভ করে সে লক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।