মাহাবুবুর রহমানঃ
অনুসন্ধানে দেখা যায়,নরসিংদী মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন মহিলা সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী তাসলিমা আক্তার (রোজী) জনপ্রিয়তার শীর্ষে। তাসলিমা আক্তার (রোজী) বলেন, আমি গত ২০১৬ সালে দৌলতপুর ইউনিয়নের ৭,৮,৯ ওয়াডের জনগন বিজয় করে ছিল।
আমি জানি মানুষ বেঁচে থাকে তার কর্মে। আমি দৌলতপুর ইউনিয়নের মানুষের কাছে সেবক হিসেবে সারা জীবন থাকতে চায়।
এবার যদি আমি বিজয় হতে পারি এলাকার বাকী ভাল কাজ গুলো করব এবং সাধারন মানুষের পার্শ্বে থাকব।
আমি আমার ওয়াডে সন্ত্রাস,মাদক মুক্ত গডার চেষ্টা করছি এবং এলাকার উন্নয়ন এর জন্য যা যা করার দরকার আমি তাই করব।
আমি এলাকার সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই স্থানীয়রা বলেন, তাসলিমা আক্তার (রোজী) সকল বিপদে আপদে এগিয়ে আসেন।
রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তাকে আমরা মেম্বার হিসাবে দেখতে চাই।