নিজস্ব প্রতিবেদক -নরসিংদী
সদর উপজেলা আওয়ামীলীগ ও শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতালিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল বারিক, যুগ্ম আহবায়ক আব্দুল আলী, নরসিংদী উপজেলা আওয়ামীলীগ ও শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়।