নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। আজ দুপুরে নরসিংদীর বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মদিনা অয়েল মিল ভোক্তা অধিকার সংরক্ষনের ৪০ ধারা লঙগন করে উর্দ্ধমূল্যে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উর্দ্ধমূল্যে পণ্য বিক্রি না করতে বাজারের অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদীর সহকারী পরিচালক আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন। এসময় বাজার মার্কেটিং কর্মকর্তা নাজমুল হাসান, স্যানেটারী ইন্সপেক্টর মনির হোসেন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাজার নিয়ন্ত্রনে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার।