মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধবদী পৌর শাখার আয়োজনে বিশিষ্ট ওলামায়েকেরাম, ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মানার্থে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাধবদীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দাওয়াহ ও প্রচার সম্পাদক অধ্যক্ষ শেখ ফজলুল করীম মারুফ। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, সেক্রেটারী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আবু তাকি মুহাম্মদ আশরাফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার সভাপতি মুহাম্মদ শামসুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম, সেক্রেটারী মুফতি জয়নুল আবেদীন ভূঁইয়া প্রমূখ। মুহাম্মদ মুছা মিয়া মাধবদী, নরসিংদী।