1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত মাধবদীতে নতুন ঠিকানায় রাধুনী রেস্টুরেন্ট মাধবদীতে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

নরসিংদীতে প্রত্যাশা প্রকল্প কর্তৃক আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ জন দেখেছেন

সুমন পালঃ

আই ও এম- বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যৌথ উদ্যোগে বাস্তবায়নীয় প্রত্যাশা প্রকল্পের অধীনে জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী, বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে “অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস -২০২১ উদযাপিত হয়েছে ।

গত ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট( সাধারন শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) মো: ফয়জুর রহমান, সিভিল সার্জন অফিস প্রতিনিধি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: এনামুল হক , অধ্যক্ষ টিটিসি, ম্যানেজার প্রবাসী কল্যাণ ব্যাংক, ডিজিএম সোনালী ব্যাংক , ম্যানেজার মার্কেন্টাইল ব্যাংক নরসিংদী, ডিজিএম তিতাস গ্যাস নরসিংদী। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, বিদেশগামী, বিদেশ ফেরত সফল ও প্রতারিত ব্যক্তি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলা শিল্পকলার মাঠে আবু নঈম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক নরসিংদী মহোদয়ের এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সফল অভিবাসী , এনজিও প্রতিনিধি , ব্যাংক কর্মকতা, প্রেসিডেন্ট নরসিংদী প্রেসক্লাব, প্রধান অতিথি , বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন । উল্লেখ্য ব্র্যাক-এর মাইগ্রেশন প্রোগ্রাম ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বাংলাদেশ সাসটেইনএভল রিএন্ট্রিগ্রেশন এন্ড ইমপ্রোম্বড মাইগ্রেশন গভারনেনস “অভিবাসন শীর্ষক প্রকল্পের কাজ শুরু করেছে যার সহযোগিতায় আছে আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)।

এ প্রকল্পের মেয়াদকাল জুন, ২০১৭ থেকে সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত এবং কর্ম এলাকা বাংলাদেশের অভিবাসন প্রবণ ১০টি জেলার ৬০টি উপজেলা।

এর উদ্দেশ্য হলো ইউরোপ ফেরত অভিবাসীর তালিকা প্রনয়নসহ মনোসামাজিক কাউন্সিলিং, রেফারাল সার্ভিস, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের সাথে সম্পৃক্ত করা এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ মাঠ পর্যায়ের সকল সেবা দানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদানের মাধ্যমে অভিবাসীর চাহিদা মাফিক মান-সম্মত সেবা নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করে নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.