
সুমন পালঃ
মাধবদীর চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আগামী ২০২৬ সাল থেকে আলিম শ্রেণি চালু করা প্রসঙ্গে স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং অভিভাবক ও নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব রউফ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ আলম, যুবদলের সভাপতি ইখতেখার আলম বাবলা, মাধবদী থানা যুবদল নেতা এমদাদ হোসেন রানা, স্থানীয় ইউপি সদস্য কামরুল আহসান তুহিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন ১৯৮০ সালে স্থাপিত অত্র মাদ্রাসাটি যদি ২০২৬ সাল থেকে আলিম শ্রেনি চলু হয় তাহলে চৌয়া দারুল হুদা মাদ্রাসাটি হবে গৌরবের। কেননা অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে অত্যান্ত মেধাবী, দক্ষ শিক্ষকদের নিয়ে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক ইসলাম।