মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে সিরাজ মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনসহ এর সাথে জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যমতে ভিকটিমের অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার হাজীপুর পূর্ব পাড়া এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে মামুন মিয়া (৩০), বাদুয়ারচর কবরস্থান সংলগ্ন এলাকার ফজলুল হক এর ছেলে মোঃ রুবেল মিয়া (৩৬) ও শিবপুর উপজেলার শেরপুর এলাকার মোঃ সাহা উদ্দিন এর ছেলে খোকন মিয়া।
নিহত সিরাজ মিয়া রংপুর জেলার মাহিগঞ্জ থানাধীন বীরভদ্র এলাকার মোবারক হোসেন এর ছেলে এবং নরসিংদীর হাজীপুর চকপাড়া এলাকার আমান উল্লার বাড়ীর ভাড়াটিয়া।
বুধবার বিকেলে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ এক প্রেস রিলিজ এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস রিলিজে তিনি বলেন, গত ১৭ জুন বিকেল সাড়ে পাঁচটার সময় নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর দড়িপাড়া এলাকার মোঃ আব্দুর রব এর বাড়ীর পরিত্যক্ত দুচালা টিনের ঘরের পিছনে ভিকটিম সিরাজ মিয়ার লাশ পাওয়া যায়।পরে নিহতের স্ত্রী রত্না
বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে।
নরসিংদী মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১৮/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এর প্রত্যক্ষ তৎপরতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গাফফার পিপিএম-বার মামলাটি প্রকাশ্য ও গোপনে তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের সনাক্ত করে এবং গত ১৯ জুন মামুন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে গত ২৪ জুন হত্যা মামলায় জড়িত অপর আসামী ২। মোঃ রুবেল মিয়াকে বীরপুর এলাকা থেকে গ্রেফতার করে।
পরে তাকে ঘটনার বিষয়ে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যা কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ভিকটিম সিরাজ মিয়ার অটো গাড়ী আসামী খোকন মিয়া ওরফে খোকার কাছে বিক্রির কথা স্বীকার করে। পরে তাকে সাথে নিয়ে শিবপুরের শেরপুর এলাকা থেকে আসামী খোকন মিয়ার কাছ থেকে অটো উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।