মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃনরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ, সাবেক সভাপতি বাবু মাখন দাশ, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি মোবারক হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ আরো অনেকে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনিবার্ন চৌধুরী, সামসুল আরেফিন সহ বিভিন্ন প্রিন্ট,ও ইলেক্টনিক,মিডিয়ার সাংবাদিক বৃন্দ, । নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়েই নরসিংদী জেলা আইণ শৃঙ্খলার মান উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সর্বাত্মক সহযোগিতা করা হবে। সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপুরক তাই আমি আপনাদের সাথে নিয়েই কাজ করে যাবো।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী