সুমন পালঃ মাধবদী পৌরসভার হোটেল ও রেষ্টুরেন্ট মালিক, বিরিয়ানি ও তেহারী বিক্রেতা এবং মাংস ব্যবসায়ীদের সাথে পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় মাধবদী পৌর হল রুমে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, মাধবদীতে কোন হোটেল, রেষ্টুরেন্ট ও বিরিয়ানির দোকানে খাবারে ভেজাল পেলে তাদের দোকান চিরতরে বন্ধ করে দেওয়া হবে। বাজারে কোন প্রকার প্যাকেটজাত মাংস বিক্রি করা যাবে না। সেই সাথে বিরিয়ানি ও তেহারীর মূল্য সব দোকানে একই হতে হবে। কোন দোকানে যদি মূল্যের তারতম্য দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার ফ্রিজিং মাংস ক্রয় বিক্রয় করা যাবে না। খাবারের দোকানে পচা, বাসিঁ খাবার পরিবশন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন মাংস ব্যবসায়ী রোগাক্রান্ত গরু, খাসি ও মুরগী বিক্রি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রত্যেকটি মাংসের ও খাবারের দোকানে খাবারের তালিকা টানাতে হবে। তিনি আরো জানান, পৌর পরিষদের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটরিং এর জন্য লোকবল মাঠে থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামান, স্যানিটারী ইন্সপেক্টর মোসাঃ শাহিনা আক্তার, হোটেল, রেষ্টুরেন্ট এন্ড সুইটমিল সমিতির সভাপতি হাজী মোঃ জয়নাল মিয়া, সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রমুখ।