নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃআজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি,ভাবতে অবাক লাগে ১৫৯৯ সালে তিনি ইন্তেকাল করেছেন। হিসেব অনুযায়ী প্রায় ৬০০ বছরের মতো হবে। এই জায়গায় এই মাটিতে প্রতাবের সাথে বসবাস করতেন। আজকে তার সমাধি স্থলে দাঁড়িয়ে আছি। এমনি করে আমরাও হয়তো একদিন চলে যাবো। কেউ হয়তো আসবে গল্প করবে, হয়তো কিছু কিছু ইতিহাস থেকে যাবে। ঈশাখাঁ ছিল বারো ভূইয়ার এক ভূইয়া। তাদের মধ্যে সবচাইতে সাহসী বীর হিসেবে পরিচিত ছিল ঈশাখাঁ। মোগল আমলে শাসন করতো বাবর, আকবর ও বাদশা শাহজাহান। পরবর্তীতে যারা এসেছে তাদের শাসন করাটা কঠিন হয়ে পরে। বিশেষ করে আকবরের সাশন আমলে বারো ভূইয়া তাদেরকে একক ভাবে শাসন করতে দেয়নি।তারা তখন থেকেই স্বাধীন চেতা মানুষ ছিল। তারা দেশ ও জাতির জন্য অনেক কিছু করে গেছে। যা ইতিহাসের পাতা থেকে অনেক কিছু বিলীন হয়ে গেছে। ঈশাখাঁ জন্ম গ্রহণ করেছিলেন ব্রাম্মন বাড়িয়ার সরাইলে। সে এই এলাকারই মানুষ ছিল। সে কিশোরগঞ্জেও দীর্ঘদিন ছিল, তার জমিদারির অনেক কিছু সেখানে আছে। অনেক ইতিহাস সেখানে জড়িয়ে আছে। পরবর্তীতে বর্তমান গাজীপুর জেলার কালিগন্জের বক্তারপুরের এই জায়গাটিতে দুর্গ গড়ে তুলেছিল। এই দুর্গেই অসুস্থ হয়ে মৃত্যুবরন করলে এখানেই তাকে সমাহিত করা হয়। আজকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। সে বাঙালীদের বিভিন্ন অত্যাচার অবিচার থেকে রক্ষা করতো। ঈশাখাঁর সমাধি চিন্তিত করে আমরা এখানে একটি সমাধি স্তম্ভ নির্মান করলাম।এখানেই শেষ নয় এটিকে রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। কারণ এটি একটি পবিত্র জায়গা, পবিত্র ভাবেই রাখতে হবে।
বাংলার বারো ভূইয়ার অন্যতম ঈশাখাঁ এর সমাধি স্তম্ভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর – ৫ (কালিগন্জ) আসনের সাংসদ
সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, সরকারি ভাবে কিছু জমি অধিগ্রহণ করে এখানে ঈশাখাঁর একটি যাদুঘর ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
কালিগন্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে বক্তারপুর ঈশাখাঁর সমাধি স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম।
কালিগন্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত ঈশাখাঁর সমাধি স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগন্জ উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিগন্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক সহ বিভিন্ন রাজনীতিবিদ,শিক্ষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ বাংলার বারো ভূইয়ার অন্যতম ঈশাখাঁর সমাধি গাজীপুর জেলার কালিগন্জ উপজেলার বক্তারপুরে অবস্থিত। এই সমাধি নিয়ে অনেক জল্পনা কল্পনার পর একটি সঠিক তথ্যের মধ্য দিয়ে বারো ভূইয়ার অন্যতম ঈশাখাঁর সমাধি স্তম্ভ উদ্বোধন করা হয়। ইতিহাস কখনো থেমে থাকেনা। তারই প্রমান ঈশাখাঁর সমাধি।
ঈশাখাঁ যুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধের জন্য এগারো সিন্ধু ও বক্তারপুর দুর্গ স্থাপন করেছিলেন।জীবনের শেষ দিকে সোনারগাঁ ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তিনি অবস্থান নেন বক্তারপুর দুর্গে।সেখানে হেকিমী চিকিৎসা গ্রহণকালে ৭০ বছর বয়সে ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর তিনি মৃত্যু বরন করেন এই বক্তারপুর দুর্গে।মৃত্যুর পর এখানেই তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
#
নাসিম আজাদ