নাসিম আজাদ,পলাশ(নরসিংদী)প্রতিনিধিঃ
” আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে নরসিংদীর পলাশ উপজেলার ভিটে বাড়িহীন অসহায় হত-দরিদ্র মানুষ শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে মহা খুশি। তাদের কাছে যেন ঘরগুলো” স্বপ্নের ঠিকানা”। আশ্রয়ণ প্রকল্পের এই নতুন ঘরে প্রথম কোরবানির ঈদ উদ্যাপন করছেন সুবিধাভোগীরা। অন্যের জমিতে বা বাড়িতে থাকা মানুষগুলোর ঈদের দিন ছিল অন্যবারের চেয়ে একটু আলাদা। নতুন বাড়িতে ঈদ উদ্যাপন করেছেন,নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। আশ্রয়ন প্রকল্পের এই ” স্বপ্নের ঠিকানার” পরিবার গুলোর মধ্যে ৩১ জুলাই শনিবার দুপুরে এক বেলার আহার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ” দূরন্ত পলাশ” এর আয়োজনে প্রতিটি ঘরে আহার বিতরণে অংশ নেন, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা সিলভিয়া, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, দূরন্ত পলাশের সভাপতি মাসুদুল ইসলাম রানা,সহ সভাপতি প্রফেসর মেজবাহ উদ্দিন ভূইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজমল হোসেন, খালেদা বেগম, ইস্রাফিল আলম,রিয়াজ ও সাব্বির প্রমুখ।
এসময় সংগঠনের সভাপতি মাসদুল ইসলাম রানা জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নির্দেশিত জনসচেতনতায় মাক্স বিতরণ সহ সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। অসহায় হত-দরিদ্র কর্মহীন ও পলাশ উপজেলার প্রতিটি আশ্রয়ন প্রকল্পের জন্য এক বেলার ঈদ আহার বিতরণ করা হবে।