সুমন পালঃ
মাধবদীর রাইন ওকে মার্কেট মসজিদ চত্ত্বর থেকে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে গাজাবাসীদের পক্ষে ঢাকা সিলেট মহাসড়কে ৭ এপ্রিল সোমবার দুপুর ২ টায় বিক্ষোভ মিছিল করে মাধবদী থানা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মিছিলটি রাইন ওকে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের টাটাপাড়া অংশে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা আশ্রাফ আলী গাজায় ইজরায়িলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন। তিনি জাতিসংঘের কাছে বিচার দাবি করেন। তিনি আরো বলেন মাধবদীতে কোন হোটেল রেস্তোরাঁ বা কোন শপিংমলে ইজারায়িলি পন্য বিক্রি করতে দেয়া হবে না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ, মাধবদী থানা ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আশরাফি।মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব ইসলামপুরী, মাধবদী থানা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভুইয়া, সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, মাধবদী পৌর ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া প্রমুখ।