সুমন পালঃ ঐতিহ্যবাহী মাধবদী বাজারের ব্যবসায়ীদের সংগঠন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন। আগামী ৫ই মার্চ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে হতে যাচ্ছে নির্বাচন। গত ৪ফেব্রুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১২ ও ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বিতরণ। ১৫ফেব্রুয়ারী মনোনয়ন পত্র গ্রহণ। ১৬ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই সকাল ১১টায়। ১৮ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত। ১৯ফেব্রুয়ারী দুপুর ১২টায় প্রতিক বরাদ্দ। ৪টি জোনে ১৫জন প্রার্থী নির্বাচিত হবেন। এর মধ্যে ১নং জোন থেকে পৌর মেয়র পদাধিকার বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। জোন গুলো হল ১নং সূতা, কাপড় ও রং এ জোন থেকে নির্বাচিত হবেন ১১জন। ২নং মুদি মনোহরি, লোহা, স্টেশনারী ও ফোন-ফ্যাক্স এ জোন থেকে নির্বাচিত হবেন ২জন। ৩নং ডাক্তার ও ফার্মেসী এ জোন থেকে ১জন নির্বাচিত হবেন। ৪নং তরকারি, চাউল, হোটেল, স্বর্নকার, দর্জি, সেলুন, ওয়ার্কশপ ইত্যাদি থেকে ১জন নির্বাচিত হবেন। মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। সাধারণ ব্যবসায়ীদের দাবী তারা যেন সুষ্ঠু পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে নির্বাচিত করতে পারে।
##
সুমন পাল